জালাল উদ্দিন লস্কর:::
হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, ‘ হবিগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা।মাধবপুর একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ জনপদ।শিল্পায়ন তরান্বিত করার মাধ্যমেই এ সমৃদ্ধি ও সম্ভাবনাকে তরান্বিত করতে হবে।তবে এক্ষেত্রে কৃষি জমি রক্ষার চিন্তাটাও থাকতে হবে।যদিও বিষয়টা আসলেই কঠিন।আমাদের নদীগুলোও দিনেদিনে স্বাভাবিক গতিপ্রবাহ হারাচ্ছে।এজন্য আমাদেরও দায় রয়েছে।নিজেদের সচেতনতা বাড়াতে হবে।মাধবপুরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম।আরো জানবো।পর্যায়ক্রমে দাবি ও চাহিদাগুলো মেটাতে নিজের অবস্থান থেকে সম্ভাব্য সব সহায়তা দিতে চেষ্টা করবো।’
তিনি আজ বুধবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ,সাংবাদিক, নাগরিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী,ওসি মোঃ রকিবুল ইসলাম খান কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী,মীর খুরশীদ আলম,মাহবুবুর রহমান সোহাগ, মাসুদ খান,সৈয়দ আতাউল মোস্তফা সোহেল,শ্রীধাম দাশগুপ্ত,সাংবাদিক আজিজুর রহমান জয়, দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর,হরিশ্চন্দ্র দেব,সমকাল প্রতিনিধি আইয়ুব খান,সাংবাদিক অলিদ মিয়া,মিজানুর রহমান প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।