Friday, November 8, 2024
Homeসারাদেশসিংচাপইড় ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু'র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মিড- ডে...

সিংচাপইড় ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মিড- ডে মিল বিতরণ

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):::

স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে ১৬ আগ্রষ্ট বুধবার দুপুরে মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিল পরিবেশন ও টিফিন বক্স বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকীতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এর সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরের জামান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা, দৈনিক সমকাল পত্রিকার সিলেট ব্যুরো মুকিত রহমানী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ছাতক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, জিয়াপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি কয়েছ আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমীন মোহাম্মদ সানুর,গীতা পাঠ করেন পিযুষ আচার্য, শিক্ষকমণ্ডলীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা আছমা বেগম,নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দিন,এসময় ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,ইউপি সদস্য সদস্যা শিক্ষার্থীসহ এলাকায় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল তার বক্তব্যে বলেন, দেশে সরকার ব্যাপক উন্নয়ন করেছে তারি ধাবাহিকতায় কৈতক সিরাজগঞ্জ-কামারগাঁও সড়কে শীগ্রই টেন্ডার হবে এবং ইউনিয়ন কে জোয়া মুক্তি একটি ইউনিয়ন ঘোষণা করা হবে তাছাড়া আগামী শীত মৌসমের আগে ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীকে শিক্ষা বীমার আওতায় আনা হবে, আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আবারও সিংচাপইড় ইউনিয়ন বাসী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে কথা দিলাম। উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী তার বক্তব্যে বলেন যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই স্বাধীনতা পেতাম না, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কান্ডারী। শুনেছি সিংচাপইড় ইউনিয়নে প্রকাশে জোয়ার আসর বলে আপনারা প্রথমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এতে কাজ না হলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments