বিশেষ প্রতিনিধি,
সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাদাঘাট কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কয়েদির নাম মো. ইউনুস আলী (২৫)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।
সিলেট বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া সিলেটের কাগজ কে জানান, একটি মাদক মামলায় ২ বছরের সাজা হয় ইউনুস আলীর। তিনি ৬ মাস ধরে কারাগারে ছিলেন। মানসিক সমস্যা থাকায় তাকে আলাদা একটি ওয়ার্ডে রাখা হয়েছিল।
আজ শুকাতে দেওয়া কাপড় নিয়ে দৌড় দিয়ে একটি কক্ষে চলে যান তিনি। পরে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন ইউনুস আলী। সঙ্গে সঙ্গে লোকজন উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
তিনি আরও জানান, ইউনুস ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত ছিলেন। দায়িত্বে অবহেলার কারণে কারাগারের একজন ইনচার্জ ও দু’জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।