স্পোর্টস ডেস্ক,
গতকাল পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরে মোট ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। এবার চার-ছক্কার এই টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। অন্যদিকে রানার্স আপ দল পাবে ১.২৮ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।
এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি দিবে আইসিসি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগের চেয়ে বেশি মূল্যের অর্থ পাচ্ছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় খরচ হবে ১৩২ কোটি টাকার বেশি।
সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৫৬ হাজার টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় ৯ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা পাবে। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২২৫ হাজার ডলার পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ দল কোনো ম্যাচ না জিতলেও শুধু অংশগ্রহণ করেই এই টাকা আয় করবে।