Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর যা বললেন শান্ত

ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর যা বললেন শান্ত

 

স্পোর্টস ডেস্ক,

 

 

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে ব্যাটারদের চরম ব্যর্থতায় রোহিত শর্মা-পান্ডিয়াদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। আগে ব্যাটিং করে ভারত ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ ১২২ রানের বেশি করতে পারেনি। ৬০ রানের পরাজয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো শান্ত-সাকিবরা।

 

রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলেন সৌম্য, লিটন, শান্ত। শুরুর দিকে যেখানে তাদের দায়িত্ব নিয়ে ইনিংস শুরু করার কথা সেখানে দলকে আরও চাপে ফেলেন এই তিন ব্যাটার। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য, লিটনের ব্যাট থেকে আসে ৬ রান। আর অধিনায়ক শান্ত দলকে বিপদমুক্ত না করে বরং আরও বিপদ বাড়িয়ে যান শূন্য রানে আউট হয়ে।

 

 

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানালেন, ‘বোলাররা দারুণ করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের পারফরম্যান্সে খুশি। আমরা ব্যাটিংয়ে সেরাটা দিতে পারিনি তবে আশা করি মূল টুর্নামেন্টে আমরা ভালো করবো। পূর্বে যা ঘটেছে সেটি নিয়ে আমরা মোটেও চিন্তিত নয়। আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। আমাদেরকে আরও সাহসী হতে হবে এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাসকিন এবং মুস্তাফিজ যখন ফিরবে তখন আমাদের বোলিং লাইনআপের চিত্র বদলে যাবে। শরিফুল পর্যবেক্ষণে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য সবাই মুখিয়ে আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments