Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

শিক্ষা ধর্ম সম্প্রীতি মশিগশি মূলনীতি,  শিক্ষা ধর্ম নৈতিকতা মশিগশি প্রকল্পের সারকতা।
এই শ্লোগান নিয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মৌলভীবাজারের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৬ মে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ঊমি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি  আশু রঞ্জন দাস, সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী।
মাষ্টার ট্রেইনার কিশোর আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সম্মানীত সদস্যবৃন্দ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও মৌলভীবাজার জেলার কেন্দ্র শিক্ষক অংশ গ্রহন করেন।

কর্মশালাটি দুইটি অংশে বিভক্ত করা হয় প্রথম অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠান এবং ২য় অংশে কর্ম অধিবেশন, যেখানে ১৫০ জন অংশ গ্রহনকারী মোট ৫টি গ্রুপে বিভক্ত হয়ে প্রকল্পের ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও সুপারিশ তৈরি করে গ্রুপ ভিত্তিক উপস্থাপন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments