Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাট হিটস্ট্রোকে ১জনের মৃত্যু 

গোয়াইনঘাট হিটস্ট্রোকে ১জনের মৃত্যু 

 

 

মতিউর রহমান গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে তীব্র তাপদাহ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফজল আলী ভেড়াই নামের ইউপি নির্বাচনে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।

 

হিটস্ট্রোকে মৃত ফজল আলী (ভেড়াই) উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে ফুটবল প্রতিক পেয়ে নির্বাচনে লড়তে চেয়ে ছিলেন। গত ২৮ এপ্রিল বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ থাকলেও একটি মামলায় হাইকোর্টের আদেশে নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হয়। পরে ২৯ এপ্রিল হাইকোর্টের আপিল ডিভিশন ভোট গ্রহনের স্থগিত আদেশ ডিসপোজ করে ইলেকশন কমিশনকে ভোট গ্রহনের নির্দেশ দেয়।

 

মৃত ফজল আলী ভেড়াই উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।

 

জানা গেছে ,গত মঙ্গলবার (২১ মে) গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভীতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ২টায় ভোট দিতে গিয়ে তীব্র তাপদাহ তিনি অসুস্থ হয়ে পরেন। অসুস্থ অবস্থায় আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য সিলেট উইমেন্স মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

 

বৃহস্পতিবার (২৩মে)সকাল সারে ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।

 

নিহতের মামাত ভাই এমরান হোসেন কালা জানান, হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments