Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটআইপিএলকে বিদায় বললেন কার্তিক

আইপিএলকে বিদায় বললেন কার্তিক

স্পোর্টস ডেস্ক,

 

প্রায় ১৪ বছর খেলে আইপিএলকে বিদায় বললেন দিনেশ কার্তিক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে এলিমিনেটরটিই হয়ে থাকল এই প্রতিযোগিতায় তার শেষ ম্যাচ। এই দলের বিপক্ষেই অভিষেক ম্যাচ খেলেছিলেন তিনি। অভিষেকে ব্যাট করার সুযোগ না পাওয়া কার্তিক শেষ ম্যাচে ১৩ বলে করেছেন ১১ রান।

 

কার্তিকের শেষ ম্যাচে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে ৪ উইকেটে। বেঙ্গালুরুর ১৭২ রানের জবাবে এক ওভার হাতে রেখে জিতেছে রাজস্থান। ম্যাচ শেষে কোহলি বাহিনী তাকে গার্ড অব অনার দেয়। মাঠ ছাড়তে ছাড়তে কার্তিক হাত উঁচিয়ে সমর্থকদের বিদায়ের ইঙ্গিত করেন।

 

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার বছরেই দল পান কার্তিক। অভিষেক মৌসুমটি তিনি খেলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ২০১০ সাল পর্যন্ত এ দলে ছিলেন তিনি, ২০১৪ সালেও ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ডেয়ারডেভিলস বাদেও তিনি কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

 

১৪ বছরের ক্যারিয়ারে আইপিএলে ২৫৭ ম্যাচ খেলেছেন কার্তিক, যা যৌথভাবে টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তার সমানসংখ্যক ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ২৬৪ ম্যাচ খেলে এই তালিকার সবার উপরে মহেন্দ্র সিং ধোনি। ২৫৭ ম্যাচের ২৩৪ ইনিংসে কার্তিক করেছেন ৪ হাজার ৮৪২ রান, সেঞ্চুরি না থাকলেও হাফসেঞ্চুরি করেছেন ২২ ইনিংসে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments