Sunday, November 24, 2024
Homeবিনোদনসৌদি আরবে নারীদের সাঁতারের পোশাকে ফ্যাশন শো!

সৌদি আরবে নারীদের সাঁতারের পোশাকে ফ্যাশন শো!

বিনোদন প্রতিবেদক :

 

প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের সুইম স্যুট (সাঁতারের পোশাকের) ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গেলো শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। বিদেশী গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে এই সুইম স্যুট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, শোতে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের পোশাক পরে শোতে অংশ নেন মডেলরা। এতে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের। সেন্ট রেজিস রেড সি রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ এবং সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা প্রকল্পগুলোর একটি।

 

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। এগুলো না মানলে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments