Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে, “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে এগারোটায় খাদ্য গুদাম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত ) খাদ্য কর্মকর্তা আব্দুস শহিদ মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, শংকর পাল, হেলাল আহমেদ শাহ,উপঃ খাদ্য পরিদর্শক, বিশিষ্ট ব্যবসায়ী ছামির আলী,সেবুল ঠাকুর, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সরকার ২০২৩-২৪ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের নিতিমালা ঘোষণা করেছে। ঘোষিত নীতিমালা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সিদ্ধ চাল ৫,৮৩৩ মেঃটন। আতপ চাল,১,৩১২ মেঃটন। চাষীদের কাছ থেকে ৪,৩৬১ মেঃটন ধান ক্রয় করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments