Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটতাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাপন

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক,

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরপরই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ছিল। তবে তারকা পেসার তাসকিন আহমেদের ইনজুরির খবরে বিশ্বকাপের আগমুহূর্তে আচমকা কালো মেঘ দেশের ক্রিকেটে। টাইগার এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার।

 

আজ (রোববার) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

ম্যাচ শেষে বিকেলে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’

 

পাপন আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো…। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

 

তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না পাপন বললেন, ‘অন্তত কালকে অফিশিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments