Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগশ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে মামাকে সমর্থন দিয়ে ভাগিনার প্রার্থীতা প্রত্যাহার

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে মামাকে সমর্থন দিয়ে ভাগিনার প্রার্থীতা প্রত্যাহার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

সাংবাদিকদের সামনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে
ভাগিনার প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: আফজল হক । এসময় পাশেই ছিলেন অপর প্রার্থী মামা আছকির মিয়া।
রবিবার (১২ মে) দুপুরে সাংবাদিকদের সামনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী আফজল হক। দুপুর একটায় শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান প্রার্থী আফজাল হক প্রার্থীতা প্রত্যাহার করে বলেন,তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে দাঁড়ানোতে তিনি তার বিবেকের কাছে আঁটকে যান। একজন মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ, উপজেলা পরিষদের সাবেক প্রথম চেয়ারম্যান, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান, পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক,কর্মী,ভক্ত ও শুভাকাঙ্খিসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিযর সহ-সভাপতি ইউছুফ আলী,ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব, মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য আগামী ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা যায়।

এই উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন৷ যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন এবং নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments