Sunday, November 24, 2024
Homeবিনোদনজেনে নিন সোনাক্ষীকে কেনো 'মাল' বলা হতো!

জেনে নিন সোনাক্ষীকে কেনো ‘মাল’ বলা হতো!

বিনোদন প্রতিবেদক :

বলিউডি তারকা সোনাক্ষী সিনহা নিজের অভিনয় ক্যারিয়ারে ভালো-মন্দ মিলিয়ে উপহার দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্র। গেলো ১ মে তার অভিষেক ঘটলো ওটিটি প্লাটফর্মে। ওইদিন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজ। বলিউডের নামী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিরিজে রেহানাজান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সোনাক্ষী।

 

সিরিজটির সাফল্য উপলক্ষে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সোনাক্ষী। এই সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের কাজ নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। সোনাক্ষী সিনহা বলেন, শিল্পী হিসেবে কিছু দায়িত্ব রয়েছে আমার। কারণ, অসংখ্য মানুষ আমাদের অনুসরণ করেন। এটা স্বীকার করছি যে, আমার বয়স কম ছিল এবং বড় বড় কিছু চলচ্চিত্রের কাজের সুযোগ তৈরি হয়েছিল। আমার মনে হয়, সেই সময়ে দাঁড়িয়ে এসব ছবির প্রস্তাব কেউই ফিরিয়ে দিতেন না। আমিও তাই সেগুলোতে কাজ করেছি। তারপর মানুষ যখন গঠনমূলক আলোচনা করতে শুরু করলেন, তখন নিজেকে নিয়ে নতুন করে ভাবলাম।

 

জানা যায়, ক্যারিয়ারের শুরুর দিককার কিছু ছবিতে অভিনয় করার কারণে সোনাক্ষীকে ‘মাল’ বলা হতো। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, আকিরা থেকে যে ধরনের চরিত্রে অভিনয় করছি, তা আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আমি শুধু এটা বলার জন্য বলিনি। আমার কথার সত্যতা আছে। আমি আবার সেইসব ছবিতে ফিরতে পারবো না, যেখানে আমাকে ‘মাল’ বলা হতো।

 

জানা যায়, ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। আর ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এটি ২০১০ সালে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে সফলতা পাওয়ার পর সোনাক্ষী অভিনয় করেন ‘রাউডি রাঠোর’, ‘জোকার’ ‘সন অব সর্দার’ ইত্যাদি ছবিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments