স্টাফ রিপোর্টার,
ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জকিগঞ্জ উপজেলায় তিন পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, জাপা নেতা আব্দুশ শুক্কুর।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিযেছেন চারজন। তাঁরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক লস্কর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী ও সুলতানা বেগম।