Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা,অনলাইন প্রেসক্লাবের নিন্দা

গোলাপগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা,অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:::

 সিলেটের গোলাপগঞ্জে নির্বাচন চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের ২ সাংবাদিক। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব৷

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের মার্ভেলাস টাওয়ারে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অনলাইন প্রেসক্লাবের জরুরি সভায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়৷

এসময় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীসহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহে যান দৈনিক মানবজমিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কেএম আব্দুল্লাহ, দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি সামিল হোসেন ও যায়যায় বেলা পত্রিকার প্রতিনিধি সাকেল উদ্দিন। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা৷ হামলায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২ সাংবাদিক গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় কয়েকজন তাদেরকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন৷ পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন৷

আহতরা হলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি কেএম আব্দুল্লাহ এবং অনলাইন প্রেসক্লাবের সদস্য ও প্রথম আলো উত্তর আমেরিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments