Sunday, November 24, 2024
Homeবিনোদনতুফানেও কপিরাজ রাফী'র নকলবাজি!

তুফানেও কপিরাজ রাফী’র নকলবাজি!

বিনোদন ডেস্ক :

বরাবরই নকলবাজ নির্মাতা হিসেবে পরিচিত রায়হান রাফী। নকলের দুর্নাম যেনো কিছুতেই ছাড়তে ঘোচাতে পারছেন না বিতর্কিত – সমালোচিত এই নির্মাতা। রায়হান রাফী তার নির্মাণাধীন নতুন ছবি তুফান এর টিজার প্রকাশ্যে এনে আবারও নকলবাজ নির্মাতার তকমাযুক্ত হলেন।

টিজার দেখে সবাই আরেক দফা হাসাহাসি করছেন তার নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়।

তার ওপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। তাইতো ‘কপিরাজ’ শব্দটি যেন রায়হান রাফীর নতুন পদবী হয়ে উঠেছে। এই অপবাদ ঘোচানোর বদলে এটা যেনো তার নামের আগে শক্ত করে বসে গেছে।

 

জানা যায়, মঙ্গলবার তুফান ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। টিজার দেখে ছবির নির্মাণে ভারতীয় ছবি কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এরপরই রাফীকে একহাত নিচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা।

নেট দুনিয়ায় রাহাত নামে একজন তো তুফানকে সরাসরিই কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলেছেন। রাশেদ নামের আরেকজন টিজার দেখে বলেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির টিজার দেখলাম।

তুফানে নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ ও অ্যনিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। লুক, গেটআপ, সেট ও মেকআপ সব কিছুতেই কেজিএফ ছবির কপির প্রায় হুবহু আলামত রেখেছেন এই পরিচালক।

যদিও নির্মাতার দাবি, এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা। তবে কেজিএফ ছবির বাজেট নকল করতে পারেননি নির্মাতা।

বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্র সস্ত্র দিয়েই কেজিএফফের স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। তাইতো ভিএফএক্স এর কাজ বেশ দুর্বল মনে হয়েছে।

 

ছবির কাহিনী কপির অপবাদে নির্মাতা রাফী’র জন্যে নতুন কিছু নয়। বা এতে তার কিছু যায় আসে না। এর আগেও এসব অপবাদ টলাতে পারেনি এই কপিরাজ পরিচালককে।

টিজার মুক্তির পর রাফী জানান, তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। আর তার এই ড্রিম দেশের একজন নির্মাতার মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমদানি হতে দেখে হেসেছেন নেটিজেনদের অনেকে।

 

এর আগে ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’ এর টাইটেল ট্রাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল এই নির্মাতার বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ।

অভিযোগ সামাল দিতে অভিধান ঘেঁটে ‘অনুপ্রাণিত’ শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন রাফী। এছাড়া আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’র বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে। এটিও রাফির নির্মাণ।

নেটিজেনরা নকলের তথ্য-উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখেই জানিয়েছিলেন, তিনি যা করেছেন, সহি পদ্ধতিতেই করেছেন।

অন্যদিকে, মুক্তি পাওয়া পরাণ ও সেন্সরে আটকে থাকা অমীমাংসিত ছবি দুটির কাহিনীও সরাসরি দুটি বাস্তব ঘটনার নকল। কিন্তু এই নির্মাতা এটা মানতে নারাজ।

 

জানা যায় নির্মাতা রায়হান রাফী যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন, তা কিন্তু নয়। অন্যের পোস্টারও তাকে অনুপ্রাণিত করে। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’র পোস্টারটিও নকল বলে চিহ্নিত করেছিল নেট নাগরিকরা। সেটি নাকি ছিল সাউথ কোরিয়ান ছবি ‘প্যারাসাইটের নকল!

 

এবার তুফান সিনেমার টিজার বেরোতেই উঠল নকলের অভিযোগ। তবে শাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লুকে দেখ বেজায় আনন্দিত। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফী’র ওপর দিয়েই। আসছে ঈদ-উল-আজহায় মুক্তি পাবে তুফান।

ছবিতে আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে। যদিও শুরুতে শোনা গিয়েছিল – এই ছবিতে রায়হান রাফী তার কথিত প্রেমিকা তমা মির্জাকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করাবেন।

কিন্তু শাকিব খান এবং ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের অনীহা ও অনাগ্রহের কারণে ছবিতে প্রিয়তমা প্রেমিকাকে নিতে পারেননি। শোনা যাচ্ছে, এটা নিয়ে রাফী ও তমা’র মধ্যে ব্যাপক মনোমালিন্য চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments