Sunday, November 24, 2024
Homeনির্বাচনসিলেটের গোলাপগঞ্জে এলিম এগিয়ে

সিলেটের গোলাপগঞ্জে এলিম এগিয়ে

বিশেষ প্রতিনিধি,

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম দোয়াত-কলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।

 

 

এখন পর্যন্ত যতো ইউনিয়ন ও ওয়ার্ডের ফলাফল জানা গেছে, এর মধ্যে বেশিরভাগেই মঞ্জুর কাদির শাফি এগিয়ে রয়েছেন বেশি ভোট পেয়ে।

 

 

জানা গেছে, আমুড়া ইউনিয়নের ৭ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ২৪০৪ ভোট, আনারস পেয়েছে ৮২৫ ভোট ও ঘোড়া পেয়েছে ৮৮৭ ভোট।

 

বাঘা ইউনিয়নের মোট ১০ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ৩৫০৬ ভোট, আনারস পেয়েছে ১২৬৪ ভোট ও ঘোড়া পেয়েছে ১২৯২টি ভোট।

 

লক্ষণাবন্দ ইউনিয়নের সব কেন্দ্রে দোয়াত-কলম ৩৬৪৬, আনারস ২৯৫২ ও ঘোড়া ৫০০টি ভোট পেয়েছে।

 

গোলাপগঞ্জ পৌরসভা এলাকার মোট ১১টি কেন্দ্রে দোয়াত-কলম ৩৮২১, ঘোড়া ২৫৭০ ও আনারস ১২৪১টি ভোট পেয়েছেন।

 

 

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

চেয়ারম্যান : বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া) ও ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস)।

 

ভাইস চেয়ারম্যান : উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ (তালা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম (টিয়া পাখি), মো. লবিবুর রহমান (টিউবওয়েল), আকমল হোসেন (বই) ও মো. নাবেদ হোসেন (চশমা)।

 

মহিলা ভাইস চেয়ারম্যান : ভাদেশ্বর ইউনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান মহিলা সদস্য সেলিনা আক্তার শিলা (ফুটবল) ও মোছা. নার্গিস পারভিন (কলস)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments