স্টাফ রিপোর্টার,
সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সিলেট অঞ্চল। সকাল থেকেই সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। কখনও মুশলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টির সাথে কোথাও কোথাও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়েছে।
সোমবার (৬ মে) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে দেখা যায় সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৬টার আগ পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ ছিল ২.২ মিলিমিটার। সেখানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।
যেটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলে থাকি। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। আষাঢ় মাস ছাড়া টানা বৃষ্টিপাত সাধারণত হয় না। সিলেট অঞ্চলে আবহাওয়া পরস্থিতি কিছুটা ব্যতিক্রম।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, হিসাব অনুযায়ী ১০ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, ১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত, ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।