Saturday, November 23, 2024
Homeরাজনীতিজামাতসিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার আয়োজন, অনুমতি দেয়নি পুলিশ

সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার আয়োজন, অনুমতি দেয়নি পুলিশ

মানতবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী।

তবে বিশৃঙ্খলার আশঙ্কায় এখন পর্যন্ত ‘গায়েবানা’ জানাজার অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।সাঈদীর ‘গায়েবানা’ জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্নস্থানে পুলিশের সাথে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। আহত হয়েছেন আরো অনেকে। তবে কোথাও ‘গায়েবানা’ জানাজা করতে দেয়নি পুলিশ।

 

এ অবস্থায় বুধবার দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী।এ তথ্য জানিয়ে জামায়াত ইসলামীর সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বুধবার জোহরের নামাজের আলিয়া মাদ্রাসা মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

 

পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, জানাজায় পুলিশের অনুমতির প্রয়োজন হয় না।এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতকে এখনো আমরা গায়েবানা জানাজার অনুমতি দেইনি। জানাজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা সহিংসতার শঙ্কা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেবো।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মঙ্গলবার জানা শেষে বেলা সাড়ে তিনটায় পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments