ইয়াছিন আলী খান,
স্টাফ রিপোর্টার:
তীব্র তাপপ্রবাহের পর দোয়ারা বাজারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে তীব্র গরমে স্বস্তি এলেও ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে দোয়ারা বাজার এলাকা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় ফল-ফসলের এবং ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ধরে এ শিলাবৃষ্টি চলে।
এ সময় একেকটি শিলার ওজন ছিল ১০০ থেকে ১৫০ গ্রাম। শিলাবৃষ্টিতে বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি রয়েছে।
পৌর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা আব্দুস ছামাদ বলেন, তীব্র গরমের পর বৃষ্টি হলেও শিলাবৃষ্টির কারণে আমার বসত ঘরের টিনের অনেক ক্ষতি হয়েছে। এ ছাড়া ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও এই এলাকার অনেক বাসিন্দারা প্রতিক্রিয়া জানিয়েছেন, হকনগর বাজার ব্যবসায়ী জাকির হোসেন বলেন, শীলা বৃষ্টি প্রচুর পরিমানে আমাদের এলাকায় হয়েছে এবং ক্ষতিও অনেক হয়েছে, আল্লাহ আমাদের কে হেফাজত করুন।
এবং একজন প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন,তিনি প্রবাসে এমন শিলাবৃষ্টি খুব কম দেখেছেন বলে জানিয়েছেন,
তিনি আরও বলেন, আজকের শিলা বৃষ্টিতে হকনগর বাজারের অবস্থা খুবি মারাত্মক ক্ষতি হচ্ছে এবং ভয়ানক অবস্থা।
আলমগীর হোসেন পাখি মিয়া বলেন, আমাদের এলাকায় মারাত্মক শিলাবৃষ্টি হচ্ছে প্রায় কুড়ি মিনিট ধরে, অনেকের টিনের চালা ছিদ্র হয়ে গেছে, গরীব দুঃখী ও অসহায় হতদরিদ্র মানুষের কষ্টের করণ হয়ে দাঁড়িয়েছে এই শিলাবৃষ্টি।
অটোরিকশা ও গাড়ি চালকরা বলেন, শিলাবৃষ্টিতে গরম কমলেও আমাদের অনেকের গাড়ির গ্লাস ভেঙে গেছে।
একজন পথচারী পথিক বলেন, আমার বাড়ি অনেক দূরে আমি গাড়ি পাচ্ছি না বাড়িতেও যেতে পারছি না, আমার বাড়িতে কেউ নেই খালি বাড়ি রেখে এসেছি বাজার খরচ করতে, আমার বাড়িতে অনেক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।