Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:::

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে শ্রীমঙ্গলের ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার ( ৫ মে) মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলার ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীসহ মোট
১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের বৈধতা ঘোষণা দিয়েছেন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, তিনি কাপ-পিরিচ প্রতীক চেয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, তিনি মোটর সাইকেল প্রতীক চেয়েছেন,
উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, তিনি আনারস প্রতীক চেয়েছেন ও
উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আফজাল হক, তিনি ঘোড়া প্রতীক চেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, ইকরামুল মুসলীমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু দেব রিটন।

মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস-চেয়াম্যান ও পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও হাজেরা বেগম।
আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ মে
প্রতীক বরাদ্ধের পর আগামী ২৯ মে সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহশ অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন এবং নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments