Sunday, November 24, 2024
Homeঅপরাধকমলগঞ্জে প্রতারণা মামলায় ট্রেভেলস ব্যবসায়ীর কারাদন্ড 

কমলগঞ্জে প্রতারণা মামলায় ট্রেভেলস ব্যবসায়ীর কারাদন্ড 

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতারণা মামলায় মোঃ শফিক মিয়া নামে এক এক ট্রেভেলস ব্যবসায়ীকে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গত ১ মে ২০২৪ইং তারিখে মৌলভীবাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২য়) এর বিচারক বিচারক দাউদ হাসান এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কাশিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি শফিক মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেচুলুটি গ্রামের মৃত আব্দুল মতিন (ফরিদ মিয়া) এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উত্তর কেচুলুটি গ্রামের মৃত উস্তর আলীর ছেলে হাজী আখলুছ মিয়ার দায়েরকৃত সি.আর মামলা ১/১৯ (কমল) ও ২/১৯ (কমল) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট (২য়) আদালতে ২০১৯ সালে ৩ জানুয়ারি তারিখে শফিক মিয়ার বিরুদ্ধে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গে অভিযোগে দুটি মামলা করেন। দুটি মামলায় প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ ১৪ হাজার ৮০১ টাকা হাতিয়ে নেন শফিক মিয়া।

এ ঘটনা নিয়ে হাজী আখলুছ মিয়ার বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট (২য়) আদালতে দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলার রায়ে আসামীর এক বছরের সশ্রম কারাদন্ড ও ২য় মামলায় আসামীর ১৮ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আসামী বাদীর চাচাতো ভাই। আসামী প্রবাসে থাকাকালীন অবস্থায় বাড়ির কেয়ারটেকারে দায়িত্ব পালন করেন। কেয়ারটেকার অবস্থার টাকা পয়সা লেনদেন আদান প্রদান করেন। বাদী দেশে আসার আগ মূহূর্তে বাদীর পাঠানো ৫৪ লাখ ১৪ হাজার ৮০১ টাকা বিবাদী শফিক মিয়া আত্মসাত করেন। তিনি শমশেরনগর বাজারের শফিক ট্রেভেলস এর স্বত্বাধিকারী। তার বিরোদ্ধে আদালতে আরো মামলা রয়েছে বলে বাদী হাজী আখলুছ মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments