Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমাধবপুরে বিনামূল্যে নিরাপদ পানি ও শরবত বিতরণ করে অনন্য দষ্টান্ত তপন দেবনাথের

মাধবপুরে বিনামূল্যে নিরাপদ পানি ও শরবত বিতরণ করে অনন্য দষ্টান্ত তপন দেবনাথের

 

জালাল উদ্দিন লস্কর,হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

প্রচন্ড গরমে ক্লান্ত পথচারী,দরিদ্র রিক্সাচালক,খেটে খাওয়া মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ মিনারেল ওয়াটার ও শরবত খাওয়ানোর মাধ্যমে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তপন চন্দ্র দেবনাথ নামের এক ফার্মেসী ব্যবসায়ী।তপন চন্দ্র দেবনাথ মাধবপুর পৌর সদরের পশ্চিম বাজারের পুরাতন গরুর বাজার সড়কে অবস্থিত মা লক্ষী মেডিকেল হল এর মালিক।

গত ১৫ দিন ধরে তিনি এই সড়কে চলাচলকারী পথচারী, দরিদ্র রিক্সা চালক ও খেটে খাওয়া লোকজনকে তার ফার্মেসী থেকে বিনামূল্যে বিশুদ্ধ মিনারেল ওয়াটার ও ক্ষেত্রবিশেষে ট্যাং জাতীয় শরবত তৈরী করে খাওয়াচ্ছেন।তার এমন মানবিক কর্মকান্ড সমগ্র এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।প্রশংসায় ভাসছেন এখন তিনি।

সরেজমিনে দেখা যায়,তপন চন্দ্র দেবনাথ তার ফার্মেসীর সামনে ‘বিনা মূল্যে নিরাপদ পানি পান করুন’ স্টিকার লাগানো কয়েক ক্যারেট পানির বোতল সাজিয়ে রেখেছেন।লোকজন এসে নির্দ্ধিধায় পানির বোতল নিয়ে যাচ্ছেন।বেশী ক্লান্ত বুঝতে পারলে তপন চন্দ্র দেবনাখ নিজ হাতে ফিল্টারের পানিতে ট্যাং জাতীয় শরবত গুলিয়ে পান করতে দিচ্ছেন।প্রতিদিন ১৫০ থেকে ২০০ বোতল পানি এভাবে তিনি বিনামূল্যে বিতরণ করছেন।সেই সাথে শরবতও খাওয়াচ্ছেন শতাধিক মানুষকে।

কেন এমন মানবিক কর্মকান্ডে উদ্ধুদ্ধ হলেন জানতে চাইলে মাধবপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও স্থাণীয় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান তপন চন্দ্র দেবনাথ জানান, ‘স্রস্টার দয়ায় যথেষ্ট ভালো আছি।স্রষ্টা আমাকে কোনোকিছুই কম দেন নি।কতদিন বাঁচবো জানি না।সম্পদ আমার সাথে যাবে না ভাই।তাই মানুষের জন্য সবসময়ই কিছু না কিছু করার তাড়না অনুভব করি।এই ভাবনা থেকেই প্রচন্ড গরমে ক্লান্ত-শ্রান্ত কিছু মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই সামান্য চেষ্টা আমার।’
তাপদাহ যতদিন ধরে চলবে ততদিন পর্যন্ত তপন চন্দ্র দেবনাথ তার বিনামূল্যে নিরাপদ পানি ও শরবত খাওয়ানোর কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান।

সমাজের অন্যান্যরাও এমন কল্যানমুখী কাজে এগিয়ে আসুক এটাই প্রত্যাশা তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments