Sunday, November 24, 2024
Homeনির্বাচননবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বিশেষ প্রতিনিধি,

 

 

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (২ মে) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নির্বাচন কমিশন আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

 

 

চেয়ারম্যান পদে- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি মাছ), হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াতকলম), সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (মোটরসাইকেল), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী (আনারস), নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইমদাদুর রহমান মুকুল (হেলিকপ্টার), (জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আবুল খায়ের (কৈ মাছ), যুক্তরাজ্য প্রবাসী শেখ মোস্তফা কামাল (কাপ পিরিচ)।

 

 

ভাইস চেয়ারম্যান পদে – বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ (মাইক), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (তালা), পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী (টিয়াপাখি), জাতীয় পার্টির নেতা মুরাদ আহমদ (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলমগীর আহমেদ চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব), যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ (উড়োজাহাজ), হেলাল চৌধুরী (আইসক্রিম) রুবেল আল মামুন তালুকদার (টিউবওয়েল), মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী (বই)।

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি পেয়েছেন (ফুটবল) প্রতীক।

 

হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ২১ মে নবীগঞ্জ উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments