Sunday, November 24, 2024
Homeনির্বাচনছাতকে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

ছাতকে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

 

স্টাফ রিপোর্টার,

 

সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে। বৃহস্পতিবার ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার কার্যালয়ের তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ১৭ জন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

 

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, আওলাদ আলী রেজা, আবদুল ওয়াহিদ মজনু, রফিকুল ইসলাম, মাহমুদ আলী ও আমজাদ আলী।

 

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবদুল জব্বার খোকন, শহিদুজ্জামান শিপলু, আবদুল্লাহ আল মামুন, ইজাজুল হক রনি, নজরুল ইসলাম, আফজাল হোসেন, আতাউল হক, কাজী মাওলানা আবদুস সামাদ ও রাকিব আহমদ। এদের মধ্যে ইজাজুল হক রনি ছাতক উপজেলা যুবদলের বর্তমান সদস্য বলে জানা গেছে।

 

 

এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এ পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। এ কারণে তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৫ মে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে এবং নির্বাচন ২৯ মে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments