Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।।

বানিয়াচংয়ে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।।

 

শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে জাতীয় শোক দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ সময় পুস্পস্থবক অর্পণ করেন।দিবসটি পালন উপলক্ষে র‍্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প,
আলোচনা সভা ও ঋণ বিতরণ,মিলাদ ও বিশেষ দোয়া করা হয়েছে।সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো:নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,

বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, এ জেডএম উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ জোনাল ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ,হিসাবরক্ষণ কর্মকর্তা লিটন দাস, কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পিআইও মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কৃষ্ণ দেব,যুবলীগ নেতা আজমল হোসেন খান, শিক্ষক কল্যাণ কান্তি গুপ্ত,সাধনা রানী,সাংবাদিক তাপস হোম প্রমুখ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments