Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জঅধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুণ: হবিগঞ্জে প্রধান বিচারপতি

অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুণ: হবিগঞ্জে প্রধান বিচারপতি

বিশেষ প্রতিনিধি,

 

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায় কুন্জ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশীদ প্রমুখ।

 

 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইন পেশাকে জীবিকা হিসাবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপুরক কেউ কারো প্রতিপক্ষ নন। অনুষ্ঠানে তিনজন আইনজীবীকে আইন পেশায় ৫০ পুর্তি হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments