Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস পালিত

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস পালিত

 

গোয়াইনঘাট (সিলেট) থেকে মতিউর রহমান::

গোয়াইনঘাটে নানামুখী কর্মসূচী পালনের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে,পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয় ৷

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, গোয়াইনঘাট প্রেস ক্লাব, গোয়াইনঘাটের বিভিন্ন উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ৷

পরে সকাল ১১টায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য নজরুল ইসলাম ও গোলাম কিবরিয়া রাশেলের রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়ে।

পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবসহ ছাত্রলীগের প্রায় ২৫জন নেতাকর্মী রক্তদান করেন ৷

রক্তদান কার্যক্রমে গোয়াইনঘাট উপজেলা মেডিক্যাল টিমকে সার্বিক সহায়তা করেন মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র/ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীএদিকে নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা,যুবঋণ ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারি ছোট ছোট সোনামণিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন,বঙ্গবন্ধু  বাংলা বাঙ্গালীর মুক্তির জন্য তার জীবন যৌবন ত্যাগ করে আমাদেরকে দিয়েগেছেন একটি স্বাধীন সার্বোভৌমদেশ একটি লাল সবুজের পতাকা। তিনি বলেন, বঙ্গবন্ধুর ছিলেন পাহাড়সম উদার হ্নদয়ের একজন বলিষ্ট নেতা যার উদারতা মাপার মতো পৃথিবীতে আজও কোন যন্ত্র তেরি হয়নি। বঙ্গবন্ধুর  একটি স্বপ্নছিল স্বাধীন সোনার বাংলা। কিছু স্বার্থনেশী কুচক্রী মহলের উগ্রচিন্তাভাবনার কারনে যেদিন তিনি উনার স্বপরিবারে শহীদ হন সেদিন থেকে  থেমে যায় বাংলাদেশের অগ্রযাত্রা ৷ ১৯৮৬সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসলে আবার বাংলার মানুষের মনে প্রাণের সঞ্চার হয় আশার বাতি জ্বলে ৷

ফারুক বলেন শেখ হাসিনা প্রধান মন্ত্রী হওয়ার পরথেকেই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অনেকদূর এগিয়ে গেছে ৷ বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসাবে গৌরবের সহিত মাথা তুলে দাড়িয়েছে ৷ তারা বঙ্গবন্ধুসহ ৭৫এর কালো রাত্রিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাত প্রার্থনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস, অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, সাধারাণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাষ্টার ইসমাইল আলী, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, স্বেচ্চাসেবকলীগের সাধারাণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সালেহ আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপালকৃঞ্চ দে চন্দন, যুগ্ম আহবায়ক লুৎফুল হক, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments