বিশেষ প্রতিনিধি,
আজ ১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এই দিনে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট হামলা ও ভাঙচুর করেছে দুবৃত্তরা। দুবৃত্তদের হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিক সহ অন্তত ১০জন।
বুধবার (১ মে) দুপুর ১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে অবস্থিত নিউ পাঞ্জাখানা রেস্টুরেন্ট, শাহজালালা রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় রেস্টুরেন্ট থেকে নগদ অর্থ লুটের অভিযোগ উঠে।
নিউ পাঞ্জাখানা রেস্টুরেন্টের মালিক ও দক্ষিণ সুরমা হোটেল মালিক সমিতির কোষাদক্ষ আব্দুল মালিক লস্কর জানান, মে দিবসে হোটেল মালিক সমিতির র্যালী ও সমাবেশ শেষে দশ থেকে পনেরো জন নামধারী হোলেট শ্রমিক হোটেলে ব্যপক ভাঙচুর করে এবং তিনি সহ হোটেলের ১০ কর্মচারী কর্মকর্তাকে আহত করে। এ সময় রেস্টুরেন্টের ক্যাশ থেকে নগদ ৫লক্ষ টাকা লুটের অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলা প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এছাড়াও দুপুর সাড়ে বারোটার দিকে ধোপাদীঘির পাড় দিল্লি রেষ্টুরেন্টের পাশে ছোট্ট একটি রেষ্টুরেন্টে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, মে দিবসে হোটেল খোলা রাখার জন্য দক্ষিণ সুরমা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।