Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটনেই গিল-রিঙ্কু, চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

নেই গিল-রিঙ্কু, চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক,

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত।

 

১৫ জনের দলে রয়েছেন যথারীতি আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১৬ মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। তবে কপাল পুড়েছে শুভমান গিল, রিঙ্কু সিং এবং কেএল রাহুল ও দীনেশ কার্তিকের মতো তারকা ব্যাটারদের।

 

শুভমান গিল ও রিঙ্কু সিং মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছেন অজিত আগারকারের নির্বাচক প্যানেল। তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই।

 

আইপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ বিশ্বকাপের টিকিট পেলেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। জায়গা হয়নি আরেক উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলের। এ ছাড়া চলতি আইপিএলে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল। চলতি আইপিএলেও তেমন ছন্দে নেই এই অলরাউন্ডার। এরপরও নির্বাচকরা আস্থা রাখলেন অভিজ্ঞ এই ক্রিকেটারের ওপর।

 

পেসার অল-রাউন্ডার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার সঙ্গী হলেন শিবম দুবে। আইপিএলে যে রকম দুরন্ত ফর্মে রয়েছেন, তাতে যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়ার সাহস দেখাননি নির্বাচকরা। চাহাল চতুর্থ স্পিনার হিসেবে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নেন। যুজবেন্দ্র ছাড়া ভারতের স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আইপিএলে চমক দেখানো নতুন কোনো ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।

 

আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন। এ গ্রুপে থাকা রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

 

ভারতের বিশ্বকাপ স্কোয়াড,

 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments