Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটসিলেটে ৩ বলের আফসোস নিয়ে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ 

সিলেটে ৩ বলের আফসোস নিয়ে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ 

 

 

স্পোর্টস ডেস্ক,

 

 

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে খানিকটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফলাফল একই নিগার সুলতানা জ্যোতিদের – হার।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে লড়াইয়ের পুঁজি পেলেও জয়ের আশা তৈরি করতে পারেনি স্বাগতিকরা। বৃষ্টির জন্য পুরো খেলা মাঠে না গড়ালেও ৫.২ ওভারেই বৃষ্টিআইনে ১৯ রানে বাংলাদেশকে হারিয়েছে ভারত।

 

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১২০ রানের লক্ষ্য দেয় ভারতকে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫.২ ওভারে ভারত ৪৭ রান করার পরই নামে বৃষ্টি। এরপর আর খেলা হয়নি। তাতেই আফসোস – বৃষ্টিটা আর তিন বল আগে এলেই তো হতো!

 

বৃষ্টি আইনে একটা টি-টোয়েন্টি ম্যাচ ফল দেখবে পরে ব্যাট করা দলের ইনিংসের স্থায়ীত্ব পাঁচ ওভার হয়ে গেলে। আজ সিলেটে দ্বিতীয় দফার বৃষ্টিটা এল ভারতের ইনিংসে ঠিক পাঁচ ওভার পেরোনোর পর। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল হারমানপ্রীত কৌরের দল।

 

বাংলাদেশের দেয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। নিগারদের ইনিংসের দ্বিতীয় বলেই সফলতা এনে পেসার মারুফা আক্তার।

ভারতীয় ওপেনার শেফালি বার্মাকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখান মারুফা। দলীয় ১ রানে প্রথম উইকেট হারালেও পথ হারাননি হারমানপ্রীতরা।

 

দ্বিতীয় উইকেটে ক্রিজে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন দয়ালান হেমলতা। হয়তো বৃষ্টির পূর্বাভাস জেনেই এমন ব্যাটিংয়ের কৌশল বেছে নিয়ে ভারত।

হেমলতার ২৪ বলে ৪১ রানের ইনিংসের সৌজন্যে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগেই প্রায় ফিফটির কাছাকাছি পৌঁছে যায় ভারত। বৃষ্টি আইনে তখন ভারত ১৯ রানে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ানোয় ১৯ রানেই ম্যাচ জিতে নেয় ভারত।

 

 

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের চেয়ে তুলনামূলক ভালো ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা ভালো হয়নি। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দেখেশুনে, কিন্তু শেষটা হলো উইকেট গুণে।

ব্যাটিং পাওয়ার প্লেতে দুই উইকেটে ৪৩ রান তোলা বাংলাদেশের রান ইনিংসের মাঝপথে ছিল ৪ উইকেটে ৬৮।

 

আগের ম্যাচে ফিফটি পাওয়া অধিনায়ক জ্যোতি আজ ১১ বলে ৬ রান করে দশম ওভারে ফিরে গেলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়া। আশাও যাওয়ার শুরু হয় তখনই।

১১তম ওভারের পর প্রথম দফায় বৃষ্টি নামে, এরপর শেষ দিকে মুর্শিদা খাতুনের ৪৬ রান ও রিতু মনির ২০ রানের ইনিংসে ১১৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ ৪ উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র ৩ রানে।

 

ভারতের এই জয়ে সিরিজের তৃতীয় ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সিলেটে আগামী ২ মে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments