Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জধান কেটে বাড়ী ফিরে মারা গেলেন যুবক

ধান কেটে বাড়ী ফিরে মারা গেলেন যুবক

 

 

বিশেষ প্রতিনিধি,

 

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর থেকে ধান কেটে বাড়ী ফিরে আব্দুল কাদির (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়ে। সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত বক্কর আলীর ছেলে আব্দুল (৩০) সোমবার স্থানীয় গ্রামের রাঙাকিত্তা হাওরে বোরো ধান তোলার কাজে যান।

হাওর থেকে বিকেলে বাড়ী ফিরে গোসল শেষে চা বিস্কুট খাওয়ার পর হঠাৎ করে বুকে ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

 

জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, হাসপাতলে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। রাত সাড়ে ১১টার দিকে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল মুকিত কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা দুই ভাই হাওর থেকে ধান কেটে ট্রলিতে ধান বোঝাই করে বাড়ী ফিরে আসি। আমার ছোট ভাই গোসল করে পান বিস্কুট খাওয়ার পর হঠাৎ করেই বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে আমরা সঙ্গ সঙ্গে উপজেলা কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চিকিৎকরা তিনি জানান, ইউরোপের ইতালি যাওয়ার কাজ চলছিল তার। এরমধ্যে বিদেশের সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু ইতালি আর যাওয়া হলো না বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

 

 

স্থানীয় ইউপি সদস্য এমদাদ আহমদ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একই সাথেই হাওরে কাজ করছিলাম। বিকেলে শুনি হৃদ ক্রিয়া বন্ধ হয়ে কাদির মারা গেছে। অবিশ্বাস্য এ মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments