Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:::

সিলেটের শাহপরান এলাকায় ঘরের দরজা ভেঙে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে পাওয়া গেছে এক চিরকুট, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই মরদেহ উদ্ধার করা হয়। মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামের ওই তরুণ শাহপরান থানাধীন শাহপরান লাল খাঁটঙ্গী মাদানি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরান লাল খাঁটঙ্গী মাদানি মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল সেই মরদেহ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মরদেহের ময়না তদন্ত হচ্ছে, এটা শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments