নিজস্ব প্রতিবেদক:::
তীব্র গরম আর সারাদেশে বয়ে চলা তাপদাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।
সারাদেশে বয়ে যাওয়া দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছে শান্তি।
গত কয়েকদিন ধরে দাবদাহের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।
নগরীর জিন্দাবাজারের বাসিন্দা মলয় দত্ত মিঠু বলেন, ‘সারাদেশ যখন দাবদাহে পুড়ছে, তখন প্রতিদিনই কোনো না কোনো সময় সিলেটে বৃষ্টি হচ্ছে। এতে গরমের উত্তাপ কিছুটা কম রয়েছে সিলেটে।’
উপশহরের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশ বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশে তীব্র গরম অনুভূত হলেও সিলেটে তেমন গরম টের পাওয়া যাচ্ছে না। এর কারণ এখানে বৃষ্টি হচ্ছে, যা খুবই স্বস্তিদায়ক। সারাদিন তপ্ত রোদের পর বিকেলের বৃষ্টি মনে প্রশান্তি এনে দিয়েছে।’
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন বলেন, ‘মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।