বিশেষ প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে অবস্থিত একটি কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছে। শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে তাঁরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শাহপুরে অবস্থিত একটি সিরামিক কোম্পানির শ্রমিকরা তাঁদের বকেয়া বেতন পরিশোধের দাবি করে আসছিল। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না।
এক পর্যায়ে শ্রমিকরা বিকেল ৩টা থেকে কোম্পানির সামনে বিক্ষোভ শুরু করে। পরে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।