Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত:

গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত:

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অফ গোয়াইনঘাট (পুসাগ)” এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার (২৬এপ্রিল) সকাল ৯.৩০টায় উপজেলার বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে “আব্দুল গফুর ট্রাষ্ট” এর সৌজন্যে “PUSAG TALENT HUNT-24” নামে  এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে মোট ২৫০জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি রুহুল আমীন মারুফ ও সাধারনসম্পাদক যুনেদ আগমদের সার্বিক তথ্যাবদানে, কেন্দ্র পরিচালনার দ্বায়িত্বে ছিলেন পুসাগের সাবেক সভাপতি গোলজার হোসেন, সাধারণ  আশিকুর রহমান।

বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জহুরা বেগম, কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ফলিক,অফিস সম্পাদক রুবেল আহমদ রাহি, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আলম রুমন, পাঠাগার সম্পাদক আলী হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন,
সদস্যদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান মুতি, হানিফ সিদ্দিকী, আরিফ আহমদ’সহ প্রমুখ।

উল্লেখ্য পুসাগের আয়োজনে মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল ঐদিন রাত ৯টার মধ্যে পুসাগের ফেইসবুক পেইজসহ গোয়াইনঘাট দর্পণ ও পিয়াইন দর্পণ  ফেইসবুক পেইজে প্রকাশ করবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments