ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গল দেববড়ি ফুটবল লীগে দেব বাড়ি লায়ন্স ও
টিম ট্রিপল এইট দুই দলের ব্যতিক্রম হিসেবে ছিলো বাবা ও ছেলের প্রতিদ্বন্দ্বিতার লড়াই।
একদিকে ফুটবল খেলার আনন্দ। অন্যদিকে বাবা ছেলের লড়াই। তাই অধির আগ্রহ নিয়ে শ্রীমঙ্গল উপজেলার দেববাড়ি ভেরবতলি মাঠে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এমন খেলা দেখতে এসেছেন হাজারও ফুটবলপ্রেমী। বাবা-ছেলে দুইজনই দুই দলের ডিফেন্ডার ছিলেন। প্রতিপক্ষের খেলোয়ারদের পরাস্থ করে বাবা-ছেলের প্রতিপক্ষের জালে গোল পাঠাতে চেষ্টা করেন। কিন্তু নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ০-০ গোলে ড্র হয়।
খেলার আগ্রহ এবং নেশা থেকে দূরে রাখতে এমন খেলার আয়োজন বলে জানালেন আয়োজকরা। আয়োজকরা বলছেন, বর্তমান সময়ে অনেক ছেলেমেয়েরা মোবাইল গেমস, নেশায় ডুবে থাকছেন। তাই তাদের এমন আশক্ত থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন।
বিশ্বজিৎ রায় লিটন নামে এক ফুটবলপ্রেমী দর্শক বলেন, ফুটবল খেলা বাঙালিদের কাছে একটি ঐহিত্যপূর্ণ খেলা। আর এখানে এসে দেখছি বাবা ছেলে লড়াই করছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া আমি কোথাও ফুটবল খেলা হলে দেখতে চলে যাই। এখানে বাবা ছেলের খেলার শুনে নিজেকে আটকাতে পারিনি।
প্রতিদ্বন্দ্বিতা বাবা হলেও, ছেলের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে খেলায় অংশ নেওয়া বাবা রিপন দাস। রিপন দাস বলেন, বর্তমানে অনেকেই মোবাইল গেমস ও নেশায় আসক্ত হচ্ছে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে করে তারাও নেশা থেকে দুরে থাকতে পারে এবং তাদের শরীর-স্বাস্থ্যও ভাল থাকে। সমাজ গঠনে এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রিপন দাসের ছেলে সার্থক দাস বলেন, আমার বাবা এলাকার ছোট ও বড়দের কাছে একজন ভালো মানুষ। আমার কাছে খেলায় জেতা বড় বিষয় নয়। বাবার সাথে খেলতে পারছি এটাই বড় বিষয়।