Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেট৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই

মতিউর রহমান (দুলাল),গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:::

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন,ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র জমা দেন।

মঙ্গলবার ২৩ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই- বাছাইয়ে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলায় ওয়ারেন্ট ও ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম স্বপন ( কোষাধ্যক্ষ সিলেট জেলা বিএনপি) এর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান(পুরুষ) চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম আম্বিয়া কয়েছ( সাধারণ সম্পাদক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা), কুতুব উদ্দিন (নির্বাহী সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ গোয়াইনঘাট উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পশ্চিম উপকমিটি), সাংবাদিক মো. ইসমাইল আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র জমা দেন এর মধ্যে দুই জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি। এছাড়াও আরেক প্রার্থী মরিয়ম বেগমের ট্যাক্স সনদ না থাকায় তাঁর প্রার্থীতা পেন্ডিং রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments