ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::
বন্যা এবং পাহাড়ি ঢলের কবল থেকে বোরো ধান সঠিক সময়ে ঘরে তুলতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় প্রতিবছর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় এ বছর মৌলভীবাজার জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বোরো ধান কর্তন উৎসব উদ্বোধন করেন।
সোমবার (২২ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় ইয়ানমার হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বোরো ধান কর্তন উৎসব উদ্বোধন করেন।
কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশের উৎপাদিত চালের চাহিদার অর্ধেকেরও বেশি জোগান দেয় বোরো ধান৷ বোরো ধানের আবাদ বাড়াতে সরকার সারাদেশে কৃষকদের ২১৫ কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছে৷ এবার ২ কোটি ২২ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ এখন বোরো ধান কাটার মৌসুম।
হাওরসহ বিভিন্ন অঞ্চলে রোপণ করা ধানগুলো সঠিকভাবে ঘরে তুলতে পারলে আমাদের চালের আর ঘাটতি থাকবে না৷ এ সময় তিনি ১০ জন কৃষকের মাঝে ধান কাটার গাড়ি হারভেস্টার এর চাবি হস্তান্তর করেন।
ধান কর্তন উৎসব শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও মহিলা ও শিশু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গাজীপুর এর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ শাহজাহান কবীর, সার ব্যবস্থাপনা উপকরণ কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মোঃ হেলাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক ড. সুরজিৎ সাহা রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের পরিচালক মোঃ মতিউজ্জামান, পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম, পিপিএমবার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ