Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে কৃষি মন্ত্রীর পক্ষ থেকে স্যালাইন ও শরবত বিতরণ

শ্রীমঙ্গলে কৃষি মন্ত্রীর পক্ষ থেকে স্যালাইন ও শরবত বিতরণ

ঝলক দত্ত,(শ্রীমঙ্গল প্রতিনিধি):::

প্রকৃতিতে বইছে তাপদাহ। দেশব্যাপী চলমান প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে মানুষের জীবন। এমন গরমে সবচেয়ে কষ্টে ভুগছেন শ্রমজীবী মানুষেরা। কৃষি মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করার উদ্যোগ নেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি।

রবিবার (২১এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল শহরের চৌমুহনা কলেজ রোড মোড়ে সকল শ্রেণি মানুষদের বিনামূল্যে সুপেয় স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো: ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সম্পাদক ছালে আহমেদ চৌধুরী, কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, বদরুল আলম শিপলু, যুবলীগ নেতা সাবের আহমেদ, শফিকুল ইসলাম জাবেদ প্রমুখ।

পৌর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা মো: গোলাম মোস্তফা বলেন, ‘আমি শহরে এসেছিলাম কেনাকাটা করার জন্য। গ্রীস্মের এই তপ্ত গরমে নাজেহাল অবস্থা। এই সময় বিনামূল্যে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করলাম। ধন্যবাদ আমাদের কৃষি মন্ত্রী মহোদয়কে।

রিক্সা চালক আলী বলেন, ‘গরম কেমন পড়ছে, তা তো দেখতেই পাচ্ছেন। যাত্রীদের নামিয়ে দিয়ে দেখলাম ঠান্ডা পানি পান করানো হচ্ছে। এখানে এসে জানতে পারলাম আমাদের কৃষি মন্ত্রী সাহেবের উদ্যোগে ট্যাং ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি শরবত বিনামূল্যে পান করানো হচ্ছে। আমি লেবু ও ট্যাং মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করলাম। আল্লাহ যেনো সবসময় মন্ত্রী সাহেবকে ভালো রাখেন।

ভ্যান চালক ফরিদ মিয়া বলেন, কষ্টের তো শেষ নেই। কিন্তু পেট চালাতে হলে রোদ হোক বা বৃষ্টি, গরম হোক বা শীত,আমাদের ভ্যান চালাতেই হবে। এই গরমে আমাদের কৃষি মন্ত্রী লেবু ও ট্যাং মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করালেন। এমন উদ্যোগের সত্যিই প্রশংসিত।
প্রচন্ড এই গরমে এমন মহতি উদ্যোগ হাতে নেওয়ায় কৃষি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ পথচারীরা।
এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন
বলেন, ‘বাইরে তো গরমের জন্য থাকাই যায় না। মানুষ প্রয়োজনে শহরে আসছে। সকল শ্রেণির মানুষের কথা ভেবে আমাদের কৃষি মন্ত্রীর এই উদ্যোগ। আমরা প্রথম দিনেই প্রায় ৪ হাজার মানুষকে লেবু ও ট্যাং মিশিয়ে ঠান্ডা পানির শরবত বিতরণ করলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments