বিশেষ প্রতিনিধি,
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর যাদুকাটা নদীর পাড়ে বালু চাপা দেওয়া অবস্থায় প্রথম শ্রেণি পড়ুয়া সাত বছরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যাদুকাটা নদীর পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
নিহত শিশুর নাম সাকিবুল ইসলাম (০৭)। সে উপজেলার ৫ নম্বর উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাওঁ গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, গতকাল বুধবার সকালে সাকিবুল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের গয়। পরে স্কুল ছুটি শেষে ছেলে বাড়িতে না আসলে পরিবারের লোকজন ছেলের স্কুলসহ বিকাল থেকে সারারাত সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
ছেলেকে না পেয়ে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ছেলের নিখোঁজের মাইকিং করায় পরিবারের লোকজন।
মাইকিংয়ের কিছু সময় পরেই নদীতে কাজ করতে আসা শ্রমিকরা নদীর পাড়ে বালুর নিচে শিশুটির একটি পা ও একটি হাত বালুর ওপর সামান্য দেখতে পায়। পরে শ্রমিকরা শিশুটির পরিবারকে খবর দেয়।
পরিবারের লোকজন যাদুকাটা নদীর পাড়ে পুলিশ নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় নিহত সাকিবুলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পরিবারের লোকজনের অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।