Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

দোয়ারাবাজারে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাদীনতা* শীর্ষক আলোচনা সভা

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১৭এপ্রিল) ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার ফজলে রব্বানী চৌধুরী, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, সমাজ সেবা কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোসারফ হোসেন সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা গণ।

আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে (বর্তমানে মুজিব নগর) স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম কে উপ রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ কে প্রধানমন্ত্রী করে ১২ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়। সেদিনের সরকার গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments