স্পোর্টস ডেস্ক:::
ওপেনিংয়ে বদল এনে শুরুটা তেমন ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। আজিঙ্কা রাহানের মতো ব্যাট হাতে তেমন একটা জ্বলে উঠতে পারেননি আরেক ওপেনার রাচিন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শিভম দুবে। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাইকে বিশাল লক্ষ্য দিয়েছে চেন্নাই।
রোববার (১৪ এপ্রিল) ওয়াংখেড়েতে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছে মুস্তাফিজের চেন্নাই। প্রথম ইনিংস শেষে মুম্বাইকে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই।
নিয়মিত ওপেনার রুতুরাজ গোয়কোয়াড়ের বদলে এদিন রবীন্দ্রের সঙ্গে ওপেনিংয়ে আসেন রাহানে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ৮ রানে জেরাল্ড কোয়েতজের শিকার হয়ে সাজঘরে ফেরেন রাহানে।
রাহানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন রবীন্দ্র এবং গায়কোয়াড়। ১৬ বলে ২১ রান করে রবীন্দ্র ফিরলে ভাঙে সেই জুটি। তৃতীয় উইকেটে বড় জুটি বাঁধেন দুবে-গায়কোয়াড়। ৪৫ বলে ৯০ রানের সেই জুটিই দলকে বড় সংগ্রহের ভিত এনে দেয়।
৫ ছক্কা এবং ৫ চারে ৩৯ বলে ৬৯ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে সাজঘরে ফেরেন গায়কোয়াড়। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমে। তবে শেষদিকে মাহেন্দ্র সিং ধোনির ক্যামিও ইনিংসে ২০০ রানের গণ্ডি পেরোয় চেন্নাই।
২০তম ওভারে ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন ধোনি। নিজের খেলা চতুর্থ বলে ২ রান নেন তারকা এই ব্যাটার। ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। দুবেও অপরাজিত ছিলে শেষ পর্যন্ত। ৩৮ বলে ৬৬ রান করেছেন তিনি।
কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রীত বুমরাহ। রানপ্রসবা উইকেটে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়েছেন তিনি। জেরাল্ড কোয়েতজে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৫ রান, একটি উইকেটও গেছে তার ঝুলিতে। ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।