Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট প্রতিনিধি সিলেট::

সিলেটের গোয়াইনঘাটে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে সকাল সাড়ে ১০টায় লোকজ মেলার উদ্বোধন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা অফিসের অফিস সহকারী শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেখা পাল, গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির উদ্দিন, গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বেলাল আবেদিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ” জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ “গান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

বাংলা নববর্ষের অনুষ্ঠানে সকল শ্রেণী-পেশার নারী-পুরুষসহ সকলে বাঙালিয়ানার সাজে  মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments