মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পটে ঈদ ও নববর্ষের ছুটিতে প্রতিদিন লক্ষাধিক পর্যটকদের সমাগম ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের নিবিড় মনিটরিং লক্ষ করা গেছে।
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে প্রতিদিন গোয়াইনঘাট উপজেলাধীন পর্যটন স্পটগুলোতে লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সার্বিক দিক-নির্দেশনা মোতাবেক জাফলং, রাতারগুল, বিছানাকান্দি পর্যটন স্পটগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম ধারাবাহিকভাবে মনিটরিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, গোয়াইনঘাট থানা পুলিশ; ট্যুরিস্ট পুলিশ ও বিজিবির সর্বাত্মক সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত আছে। জাফলং এ পর্যটকদের সেবায় উপজেলা প্রশাসন,গোয়াইনঘাট এর তিনটি স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। মুক্ত স্কাউট গ্রুপ , গোয়াইনঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপ। তিনি আরো বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে জাফলং ট্যুরিস্ট স্পটে আগত লক্ষাধিক পর্যটকদের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম ধারাবাহিকভাবে বিশেষ গুরুত্ব দিয়ে মনিটরিং করা হচ্ছে।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় পর্যটক বান্ধব জাফলং গড়তে উপজেলা প্রশাসন স্থানীয় অংশীজনদেরকে নিয়ে কাজ করছেন।
প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম সার্বক্ষণিক পর্যটকদের সমাগমস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইনানুগ নির্দেশনা দিচ্ছেন।
আগত পর্যটকের নিরাপত্তা জোরদার করণে গোয়াইনঘাট থানার ওসি মো: রফিকুল ইসলাম, পিপিএম এবং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ, পিপিএম আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা মনিটরিং করছেন।
ঈদের পূর্বে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় যেসকল পর্যটনবান্ধব সিদ্ধান্ত হয়েছিলো সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন সিঁড়ির দু’পাশে চলাচলের পথের ভাসমান দুই শতাধিক দোকান অপসারণ , জিরো পয়েন্ট এলাকায় বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা দোকান সমূহকে একটা জোনে সীমাবদ্ধ রাখা।
উপরোক্ত দুটি পদক্ষেপ বাস্তবায়িত হওয়ায় জাফলং পর্যটন স্পটে যাতায়াতের পথে ভোগান্তি ও হয়রানি লাঘব হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম আরোও বলেন, ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফারদেরকে শৃঙ্খলাবদ্ধ ও পর্যটক বান্ধব করা; যাতে এদের দ্বারা আগত পর্যটকরা প্রতারিত না হয়।
নারী ও শিশুরা যাতে অন্যান্য পর্যটক কর্তৃক হয়রানির শিকার না হয় এজন্য আইনানুগ ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দোকান ও হোটেল সমূহে বিক্রিত পণ্য ও খাবারের দাম-মান নিয়ন্ত্রণে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পর্যটকদের ভিড় সামলাতে চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। বিপুলসংখ্যক বাস, মাইক্রোবাস, প্রাইভেট গাড়িতে জাফলং ট্যুরিস্ট স্পটের পার্কিং এরিয়া পূর্ণ হয়ে গাড়ি সিলেট-জাফলং প্রধান সড়কে চলে আসে। ট্রাফিক জ্যাম সামলাতে জেলা সদর থেকে আগত ট্রাফিক পুলিশ টিম, ট্যুরিস্ট পুলিশ টিম সহ উপজেলা প্রশাসন কাজ করছে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল জাফলং এলাকায় ট্রাফিক পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে।