দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের ইসলাম পুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মাওলানা গোলামুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের সঞ্চালনায় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে কোরআন শরিফ খতম এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ইসলাম পুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সকল সিনিয়র ও জুনিয়র ছাত্রদের উপস্তিতির মধ্যে দিয়েই এই আয়োজন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ১নং বাংলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানাসহ সকল শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বৃহত্তর এলাকার ইমাম মুয়াজ্জিন ও খতিবগণ। এর পাশাপাশি আরও উপস্থিতি ছিলেন এই এলাকার পার্শ্ববর্তী ক্বাওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ।
প্রয়াত শিক্ষকরা হলেন, প্রেন্সিপাল মাওলানা মরহুম এটি এম শামসুদ্দিন, মরহুম মাওলানা মোহাম্মদ আব্দুর সাত্তার, মরহুম মাওলানা মোহাম্মদ আব্দুল বারেক, ইবতেদায়ী প্রধান শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক ছাড়া শিক্ষা হলো প্রশিক্ষণ ছাড়া ড্রাইভারের মত, প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার যেমন দেশ ও জাতির জন্য ভয়ংকর ঠিক শিক্ষক ছাড়া শিক্ষাও ভয়ংকর।
আমরা আমাদের প্রিয় শিক্ষকদের হারিয়ে আজ দিশেহারা, আমরা আমাদের উক্ত প্রতিষ্ঠানের চার চারজন শিক্ষকদের হারিয়ে ব্যতীত ও মর্মাহত,!
এসময় বক্তারা আরও বলেন, আমাদের শিক্ষকদের ভুলভ্রান্তি ক্ষমা করে মহান রাব্বুল আলামীন যেন নাজাত দিয়ে দেন, আমিন।
এসময় উপস্থিত ছিলেন, শাবি প্রবির প্রফেসর ডক্টর আব্দুল জলিল, পীরে কামেল ক্বারি মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান জিলানী, বাংলাদেশ পুলিশ নজরুল ইসলাম, আব্দুল গফুর ইস্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন সুমন, জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দীন, জাহাঙ্গীর গাও মিরদার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর আহমেদ, শাহজালাল ক্যাডেট একাডেমির ইনচার্জ মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল, এডভোকেট আব্দুল কাইয়ুম, ঘিলাছড়া ইস্কুল এন্ড কলেজের আইসিটি প্রভাষক সুরমান আলী সুমন, সিলেট সেন্ট্রাল কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম সিয়াম, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, এবং আরও উপস্থিতি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।