Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটমুস্তাফিজকে ছাড়া ছন্নছাড়া চেন্নাই, খেলবেন পরের ম্যাচে?

মুস্তাফিজকে ছাড়া ছন্নছাড়া চেন্নাই, খেলবেন পরের ম্যাচে?

স্পোর্টস ডেস্ক,

 

একদিকে মুস্তাফিজুর রহমান নেই, অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে মাথিশা পাথিরানা। ডেথ ওভারের বড় দুই অস্ত্রকে হারিয়ে একপ্রকার দিশেহারা চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাও পায়নি। পরবর্তীতে মুস্তাফিজদের মিস করার কথা জানান চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে পরের ম্যাচে বাংলাদেশি এই পেসারের খেলার সম্ভাবনা রয়েছে!

 

আগামীকাল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। তার আগে আজই (রোববার) চেন্নাইয়ের উদ্দেশে উড়ার দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যাচটি ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

 

 

এর আগে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, রোববার (আজ) সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় দলের ভিসা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে চেন্নাই থেকে ঢাকায় ফেরেন ফিজ। এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যে তালিকায় ছিলেন মুস্তাফিজও। শুরুতে ধারণা করা হয়েছিল, ৪ তারিখেই ভিসার কাজ শেষ করেই আবার ভারত যাবেন ফিজ। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। ভিসার কাজ সম্পন্ন না হওয়ায় এখনো মুস্তাফিজ বাংলাদেশেই অবস্থান করছেন।

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের দামামা পুরোদমে বাজার আগেই টাইগাররা সেখানে পা রাখবে। সেজন্য কিছুটা আগেভাগেই শুরু হয়েছে ভিসা প্রস্তুত কার্যক্রম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments