আইপিএলের চলতি মৌসুমে ব্যাট যেন থামছেই না বিরাট কোহলির। প্রথম দুই ম্যাচেই পেয়ে গিয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ। এবার পেলেন সেঞ্চুরির দেখা। ভারতীয় তারকার অনবদ্য শতকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবার (৬ এপ্রিল) জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে কোহলির বেঙ্গালুরু। প্রথম ইনিংসের খেলা শেষে রাজস্থানকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে বেঙ্গালুরু। ওপেনিংয়ে নেমে ৬৭ বলে সেঞ্চুরি করেছেন কোহলি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭২ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১১৩ রান করেন তারকা এই ব্যাটার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর শুরুটা ভালো করেন বিরাট কোহলি এবং ডু প্লেসিস। প্রথম উইকেটে দুজন মিলে যোগ করেন ১২৫ রান। তবে উইকেট না হারালেও তেমন দ্রুতগতিতে রান এগোয়নি। ১৪ ওভারে ১২৫ রান করে দলটি।
৪৪ রান করা প্লেসিসকে ফেরান যুজবেন্দ্র চাহাল। এরপর রানের গতি আরও কমে যায়। গ্লেন ম্যাক্সওয়েলকে দ্রুত পাঠিয়ে কোনো ফল পাওয়া যায়নি। ৩ বল খেলে ১ রানে ফেরেন ম্যাক্সি।
৯ রান করা সৌরভ চৌহানকেও ফিরিয়েছেন চাহাল। তাতে মুস্তাফিজুর রহমানকে টপকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে চলে এসেছেন তিনি। টুর্নামেন্টে চাহালের উইকেট এখন ৮টি, মুস্তাফিজের ৭টি।
সৌরভ চৌহান করেছেন মোটে ৯ রান। তার বিদায়ের পর ক্যামেরন গ্রিন নামলেও ব্যাট হাতে কিছু করতে পারেননি তিনি। ৬ বলে ৫ রান আসে গ্রিনের ব্যাট থেকে। একাই দলকে টেনেছেন কোহলি। তার লড়াকু ইনিংসেই ১৮৩ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু।