মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট সিলেট:
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছাত্রদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ)” এর আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ছাত্র-ছাত্রীদেরনিয়ে ইফতার মাহফিল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় সিলেট শহরের পূর্বজিন্দাবাজারের গোল্ডেন সিটি রেস্টুরেন্টে ৩য় তলায়, পুসাগের সভাপতি রুহুল আমিন মারুফের সভাপতিত্বে ও সাধারনসম্পাদক জুনেদ আহমদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী জহুরা বেগমের যৌথ পরিচালনায় সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আতিউল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কর্মকর্তা নাজমুল হক, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবাসক আয়াত উল্লাহ, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (ইংরেজি) কামরান আহমদ, সুনামগঞ্জ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্মকর্তা শরিফ উদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ার তারেক আহমদ, পুসাগের সাবেক সভাপতি সদর উদ্দিন, গোলজার হোসেন, পুসাগের সাবেক সহসভাপতি ওবায়দুল হক, স্বাগত বক্তব্য রাখেন ঢাবির স্টুডেন্ট রুবেল আহমদ রাহী, কোরআন তেলায়ত করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গোয়াইনঘাটের সাবেক বর্তমান ছাত্র-ছাত্রী ও পুসাগের সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের সংবর্ধিতরা হলেন পুসাগের সাবেক কমিটির সহসভাপতি শামিম আহমদ ও হারুনুর রশিদ।