Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটে টুরিস্ট বাস উল্টে আহত ২০

সিলেটে টুরিস্ট বাস উল্টে আহত ২০

বিশেষ প্রতিনিধি,

 

 

সিলেটে দ্রুত গতির টুরিস্ট বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

মঙ্গলবার (০২ মার্চ) দুপুর ১টার দিকে ভোলাগঞ্জ সড়কে ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, একটি টুরিস্ট বাস পর্যটনকেন্দ্র সাদাপাথরের দিকে যাচ্ছিল। ধোপাগুল এলাকায় দ্রুত গতির বাসটি মোড় নিতে গেলেই উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাসটি উল্টে সব যাত্রী আহত হয়েছেন। ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।

 

সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, আম্বরখানা থেকে সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments